রেকর্ড ভাঙাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি

রেকর্ড ভাঙাগড়াকে যেন ছেলেখেলাই বানিয়ে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রতিনিয়তই প্রিমিয়ার লিগে নিত্যনতুন রেকর্ড গড়ছে বা ভাঙছে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ওয়াটফোর্ডের বিপক্ষে বড় জয়ে আরও দুই রেকর্ড নিজেদের করে নিয়েছে গার্দিওলার দল। ৮-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমার্ধের সবচেয়ে বড় লিড (৫-০) এবং দ্রুততম সময়ে পাঁচ গোল করার রেকর্ড এখন সিটির।

সিটিজেনদের রেকর্ডের দিনে স্ট্রাইকার সর্জিও আগুয়েরোও ঢুকে গেছেন ইতিহাসে। মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে যেকোনও এক মাঠে গোলের সেঞ্চুরি করলেন ‘কুন’, তার সামনে আছেন কেবল ওয়েইন রুনি (১০১) এবং থিয়েরি অঁরি (১১৪)।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে জয়ে রেশ ধরে রেখে ঘরের মাঠে এদিন আক্রমণাত্মক শুরু করে সিটি। ম্যাচ শুরুর প্রথম ১৮ মিনিটের মধ্যেই বিপক্ষের জালে ৫ বার বল জড়ান সিটি ফুটবলাররা, যা প্রিমিয়র লিগ ইতিহাসে প্রথম। সেখানেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ললাটলিখন। ডি ব্রুয়েনার দুরন্ত ক্রস থেকে ম্যাচের ৫২ সেকেন্ডে সিটির হয়ে গোলের খাতা খোলেন দলনায়ক সিলভা। চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এলেও ব্যর্থ হয় ওয়াটফোর্ড।

এরপর ৭ মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। স্পটকিক থেকে ব্যবধান ২-০ করেন সার্জিও আগুয়েরো। একইসঙ্গে প্রিমিয়র লিগে তাঁর শততম গোলটি তুলে নেন সিটি কিংবদন্তি। ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরেজের নেওয়া শট মানবপ্রাচীরেপ্রতিহত হয়ে ঢুকে যায় গোলে।

১৫ মিনিটে সিটির চতুর্থ গোল, ১৮ মিনিটে গোলের খাতায় নাম তোলেন ডিফেন্ডার ওটামেন্ডি। স্বদেশী আগুয়েরোর পাস থেকে অনবদ্য স্লাইডারে দলকে ৫ গোলে এগিয়ে দেন আর্জেন্তাইন ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে দ্বিতীয় গোল বার্নার্দো সিলভার। ১২ মিনিট বাদে ডি ব্রুয়েনার ডানপ্রান্তিক ক্রস থেকে ব্যবধান ৭-০ করেন সিলভা। সেইসঙ্গে প্রিমিয়র লিগে নিজের প্রথম হ্যাটট্রিকও সম্পন্ন করেন তিনি। খেলা শেষের মিনিট পাঁচেক আগে ওয়াটফোর্ডের রক্ষণে শেষ পেরেকটি পুঁতে দেন ডি ব্রুয়েনা।

৮৫ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে থেকে কোনাকুনি জোরালো শটে ব্যবধান ৮-০ করেন বেলজিয়ান মিডিও। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল সিটি। ৫ ম্যাচের সবক’টিতে জিতে আপাতত লিগ শীর্ষে লিভারপুল।

আজকের বাজার/লুৎফর রহমান