রেহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ৪ লাখের বেশি: জাতিসংঘ

বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত ২৫ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে শরণার্থীদের ঢল নেমেছে। দিনে দিনে রোহিঙ্গাদের সংখ্যা বেড়েই চলেছে।

১৬ সেপ্টেম্বর শনিবার জাতিসংঘ বলেছে, বর্তমানে বাংলাদেশে সবমিলিয়ে ৪ লাখ ৯ হাজার রোহিঙ্গা শরণার্থী এসেছে। মাত্র একদিনের ব্যবধানে তাদের সংখ্যা ১৮ হাজার বেড়ে গেছে।

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্যের আবেদন জানাবেন। পাশাপাশি শরণার্থীদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়াদ্রুত ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের ওপর চাপ বাড়ানোরও দাবি করবেন প্রধানমন্ত্রী।