রোনালদোর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই: মেসি

২০০৮ সাল থেকে এই দুই তারকার বাইরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে পারেননি কেউই। সমান পাঁচবার করে সেরা হন নিজেদের প্রজন্মের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পাওয়া এই দুই তারকা।

তবে অতীতে রোনালদো নিজেকে সেরা দাবি করলেও শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে খুব বেশি আগ্রহ নেই মেসির। বিশ্বের সেরা খেলোয়াড় হতে রোনালদোর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই বলেও দাবি করেছেন এই সুপারস্টার আর্জেন্টাইন তারকার মতে ব্যক্তিগত লড়াইযে জেতা নয়, সর্বোচ্চ শিরোপা জয়ই তার লক্ষ্য বলে জানান।ইতিহাসের সেরা হওয়াটা কোনো লক্ষ্য না। ব্যাপারটা হলো আমাকে নিয়ে এগুলো বলা হয়, এসব এ পর্যন্তই। আমি কখনই সেরা, দ্বিতীয় সেরা, তৃতীয় বা চতুর্থ হওয়ার লক্ষ্যে খেলি না।”

মেসি আরো জানান, সেরা হওয়া না হওয়া নিয়ে তার খুব বেশি আগ্রহ নেই। বরং রোনালদোর সাফল্য তাকে ভালো করতে উদ্দীপ্ত করে। আর্জেন্টিনার টিভি টিওয়াইসি স্পোর্টসকে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি রোনালদোর সাথে প্রতিযোগিতা করি না। তাদের লিগ জয় বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোটা আমাকে উদ্দীপ্ত করে। আমি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ একসাথে জিততে চাই। “বছরের পর বছর আমি নিজের উন্নতির জন্য প্রতিযোগিতা করি। আগে যা করেছি তা ছাড়িয়ে যেতে লড়াই করি।

চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্বে অনেক কষ্টে ইউভেন্তুস ও বায়ার্ন মিউনিখের বাঁধা টপকে ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে মেসি মনে করেন, কঠিন ম্যাচে তাদের জয়ের দৃঢ় ইচ্ছার প্রশংসা করা উচিত। এটা এমন কিছু যা তাদের আছে। খারাপ খেলেও তারা জয় পায়। কখনও কখনও সেজন্য আমাদের সামান্য মূল্য দিতে হয়। তাদের বিপক্ষে জয়ের জন্য আমাদের অনেক বেশি ভালো খেলতেই হয়।