রোনালদোর ৭০০তম গোলের দিন হারলো পর্তুগাল

গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে জয় পেল না তাঁর দল৷ রোনালদোর মাইলফলকের দিনে পরাজয়ের মুখ দেখল পর্তুগাল৷ দশ জনে খেলে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগীজদের হারিয়ে পরবর্তী ইউরো কাপের টিকিট নিশ্চিত করল ইউক্রেন৷

কিয়েভে পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করল ইউক্রেন৷ হোম টিমের হয়ে ম্যাচের প্রথমার্ধে দু’টি গোল করেন যথাক্রমে রোমান ইয়ারেমচুক ও আন্দ্রি ইয়ারমোলেঙ্কো৷ দ্বিতীয়ার্ধে তারাস স্টেপানেঙ্কো লাল কার্ড দেখলে পেনাল্টি উপহার পায় পর্তুগাল৷ স্পট কিক থেকে কেরিয়ারের ৭০০তম গোল করেন সিআর সেভেন৷

ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইউক্রেন৷ রোমান ইয়ারেমচুক প্রথমবার বল জড়ান পর্তুগালের জালে৷ ২৭ মিনিটের মাথায় মাইকোলেঙ্কোর পাস থেকে গোল করে ইয়ারমোলেঙ্কো ইউক্রেনের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

৭২ মিনিটে স্টেপানেঙ্কো লাল কার্ড দেখলে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল৷ পেনাল্টি থেকে গোল করেন রোনালদো৷ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর এটি ৭০০ তম কেরিয়ার গোল৷ পর্তুলাগের হয়ে এটি তাঁর ৯৫ তম আন্তর্জাতিক গোল৷ রোনালদোর ৭০০তম গোলে পর্তুগাল ব্যবধান কমিয়ে ২-১ করলেও বাকি সময়ে ইউক্রেন নিজেদের দূর্গ আগলে রাখে৷ ফলে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইনে আর কোনও বদল হয়নি৷

পর্তুগালকে হারানোর সুবাদে ৭ ম্যাচে ৬টি জয়-সহ ১৯ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ-বি থেকে ইউরোর টিকিট নিশ্চিত করে ফেলে ইউক্রেন৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের ভাগ্য এখনও ঝুলে থাকে যদিও তারা আপাতত ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে৷

আজকের বাজার/লুৎফর রহমান