রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মায়ানমার, চোখরাঙ্গানি ভয় পাই না: সু চি

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের যে কোনো সময় ফিরিয়ে নিতে মায়ানমার প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে সু চি এ মনোভাব প্রকাশ করেন।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি,এনএলডি নেত্রী বলেন, আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না। তিনি বলেন, রাখাইন থেকে মুসলিমরা কেন পালিয়ে বাংলাদেশে যাচ্ছে, তা খুঁজে বের করতে চাই।

রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিদর্শনে যাওয়ার আহবান জানিয়েছেন সু চি। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

এছাড়া আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ করবে বলেও জানান মায়ানমারের এ নেত্রী।

সু চি বলেন, আমরা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব মানুষের দুর্ভোগ গভীরভাবে অনুভব করি। রাখাইনে শান্তি, স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছি। রাখাইনে বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়া হচ্ছে।

তবে রাখাইন রাজ্যের চলমান অবস্থা নিয়ে বৈশ্বিক চোখরাঙ্গানির তোয়াক্কা তার সরকার করে না বলেও জানান তিনি।

আজকের বাজার : এলকে/এলকে ১৯ সেপ্টেম্বর ২০১৭