রোহিঙ্গা ইস্যুতে বদিকে কাবা শরিফের গিলাফ দিয়ে সম্মাননা

রোহিঙ্গা সেবায় অবদান রাখায় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কাবা শরিফের পবিত্র গিলাফ দিয়ে সম্মাননা জানিয়েছে মসজিদুল হারামের পরিচালনা কমিটি।

মঙ্গলবার (৫ জুন) তাকে এ সম্মাননা জানানো হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্ররতিবছর হজ মৌসুমের আগে কাবা শরিফের পুরোনো গিলাফ বদলে ফেলা হয়। সেই গিলাফের কাপড়টি কেটে তার টুকরোগুলো মুসলমানদের কল্যাণে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননা-স্মারক হিসেবে দেওয়া হয়।

হেলাল উদ্দিন জানান, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের হত্যাযজ্ঞের মুখে উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তা প্রদান করায় সংসদ সদস্যকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হলো।

ওমরাহ পালনের জন্য আবদুর রহমান বদি এখন সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন।

আরজেড/