রোহিঙ্গা ও স্থানীয়দের আরও ৩২.৫ মিলিয়ন ডলার দেবে জাপান

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত স্থানীয়দের আরও প্রায় ৩২.৫ মার্কিন মিলিয়ন ডলার অর্থ সহায়তা করবে জাপান সরকার।

এর আগে ২০১৭ সালের আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসার পর থেকে আন্তর্জাতিক সংগঠন ও সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত ৫০.২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে জাপান।

মঙ্গলবার ঢাকার জাপান দূতবাস জানায়, নতুন এ অর্থ প্রদান করা হলে রোহিঙ্গা ও স্থানীয়দের সাহায্যার্থে দেয়া মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ৮২.৭ মিলিয়ন মার্কিন ডলারে।

বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে জাপান সরকার এ অর্থায়ন করছে। এর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য, আশ্রয়, চিকিৎসা সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি অন্যান প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ