রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এর কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এদেশে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

এসময় সলিল শেঠি বলেন, মিয়ানমারেই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সে জন্য তাদের কাজ অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের জন্য বিশ্বজুড়ে জনমতের চাপ সৃষ্টি করতে হবে।

উল্লেখ্য, গেলো বছরের ২৫ আগস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর ছয় লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। এর আগেও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির পক্ষে তার দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এ বিষয়ে একটি সম্মতিপত্রে (অ্যারেঞ্জমেন্ট) সই করেন।

আরএম/