রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস

চার ম্যাচ পরও কাটল না রয়্যাল চ্যালেঞ্জার্সের দৈন্যদশা। চলতি মরশুমে প্রথম চার ম্যাচে টানা চতুর্থ হার হজম করল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। উল্টোদিকে প্রথম তিন ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার গোলাপী শহরে আরসিবিকে ৭ উইকেটে পরাজিত করল তারা। মাত্র ১ বল বাকি থাকতে ১৫৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে থ্রিলার জয় তুলে নিল রয়্যালস।

আইপিএল অভিযানে শুরু থেকে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স কিংবা রাজস্থান রয়্যালস। তাই জয়ের ছন্দ খুঁজে পেতে মরিয়া দু’দলই এদিন একাধিক পরিবর্তন করে মাঠে নামে। ঘরের মাঠে মঙ্গলবার টসে জিতে কোহলিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাহানে। অধিনায়ক হিসেবে মাইলস্টোন গড়ার দিনে সোয়াই মান সিং স্টেডিয়ামে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারলেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। চেন্নাই ম্যাচের পর ফের এদিন ওপেনিংয়ে পার্থিবের সঙ্গী হন অধিনায়ক কোহলি। ওপেনিংয়ে জুটিতে ৪৯ রান তোলার পর ব্যক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

সফল হতে পারেননি এবি ডিভিলিয়ার্স (১৩) কিংবা শিমরন হেটমেয়ারও (১)। প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে চমক দেন রয়্যালস লেগ-স্পিনার শ্রেয়াস গোপাল। এরপর আরসিবি ব্যাটিংয়ের হাল ধরেন পার্থিব-স্টোইনিশ জুটি। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ৫৩ রানের পার্টনারশিপ দলের রানকে কিছুটা মজবুত জায়গায় নিয়ে যায়। অর্ধশতরান পূর্ণ করে ৬৭ রানে ডাগ আউটে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব। এরপর মইন আলিকে সঙ্গে নিয়ে আরসিবির রান ১৫০ পার করেন অজি অল-রাউন্ডার স্টোইনিশ।