লভ্যাংশ পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

আর যাদের নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়নি, তাদের কোম্পানির হেড অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ডাচ-বাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

রাসেল/