লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে।

ডিএসই সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

মার্জিন একাউন্টহোল্ডার এবং যে সব শেয়ারহোল্ডারদের ব্যাংক তথ্য অসম্পূর্ণ তাদের লভ্যাংশ সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেয়া হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত ৬ মাসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ডিবিএইচ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।

আজকের বাজার:এএন/এলকে/ ২২ জুন ২০১৭