লাইফ সাপোর্টে সাবেক জাতীয় ফুটবলার নওশেরুজ্জামান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য কেএম নওশেরুজ্জামান।

করোনাভাইরাসের প্রভাবে তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হওয়ায় গত ৭ সেপ্টেম্বর তাকে নগরীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় পরেরদিন নওশেরকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং এখন সেখানে লাইফ সাপোর্টে আছেন তিনি।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার (নওশের) চিকিত্সার পুরো ব্যয় বহন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

বাফুফে সভাপতি বলেন, ‘আমরা সবসময় তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা মনিটরিং করছি।’ নওশেরুজ্জামান বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঢাকা মোহামেডান, ভিক্টোরিয়া এসসি, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিসেস এবং ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবলের এ সদস্য মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান