লালমনিরহাটে বরযাত্রীবাহী মাহেন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে বরযাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রলির সংঘর্ষের ঘটনায় বরের চাচা ও বোন নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১মে) গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার  বিষয়টি পাটগ্রাম থানার ওসি আরজু মো.সাজ্জাদ হোসেন নিশ্চিত করেন।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি এলাকার তানজিনা আক্তার (৩০) ও একই এলাকার আব্দুল লতিফ (৪০)।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা মেডিকেল পাড়া এলাকার নূর ইসলামের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে সারডুবি গ্রামের আমিনুর রহমানের ছেলে ইকবাল হকের বিয়ে হয়।

“বিয়ে শেষে রাত ২টার দিকে কনে নিয়ে বরযাত্রীরা একটি মাহেন্দ্র করে বরের বাড়ির পথে রওনা হয়।পথে বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে সংর্ঘষ হলে মহেন্দ্র আরোহী নয়জন আহত হন।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে তানজিনা ও লতিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ওসি আরজু।

আরজেড/