লালু প্রসাদ যাদব এর ৭ বছরের কারাদণ্ড

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি ৬০ লক্ষ রুপি জরিমানাও করা হয় লালু প্রসাদকে।

শনিবার ঝাড়খণ্ডের রাঁচীর বিশেষ সিবিআই আদালত এ রায় ঘোষণা করে।

১৯৯৫ সালের ডিসেম্বর ও ১৯৯৬ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে দুমকা ট্রেজারি থেকে প্রায় সোয়া তিন কোটি রূপি আত্মসাতের অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে।

এর আগে, গত সোমবার ঝাড়খণ্ডের রাঁচির সিবিআই আদালতে তাকে চতুর্থবারের মতো দোষী সাব্যস্ত করে আদালত। তবে, এ মামলা থেকে সাবেক আরেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে অব্যাহতি দেয়া হয়। এর আগে, ২০১৩ সালে প্রথম মামলায় লালু প্রসাদের পাঁচ বছরের কারাদণ্ড হয়।

আজকের বাজার/আরজেড