লিবিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

লিবিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামি জঙ্গি গ্রুপ আল-কায়েদার অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বুধবার বিমান হামলা চালিয়েছে। ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) একথা জানায়। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ফয়েজ আল-সরাজের মুখপাত্র জানান, জিএনএ’র সাথে সমন্বয় করে উবারি শহরের কাছে এ বিমান হামলা চালানো হয়। শহরটি লিবিয়ার রাজধানী থেকে প্রায় ৯শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে মোহাম্মা আল-সালেক বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অনেক সদস্য’ এ হামলার লক্ষ্য ছিল।
উল্লেখ্য, ন্যাটোর সহযোগিতায় ২০১১ সালে একনায়ক শাসক মোয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে সহিংসতায় লিবিয়া ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
২০১৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সহযোগিতায় একটি চুক্তির পর জিএনএ গঠিত হয়। তারা দেশব্যাপী তাদের ক্ষমতা প্রয়োগে লড়াই করে।
মার্কিন সামরিক বাহিনী নিয়মিতভাবে লিবিয়ায় আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালায়।