লুজারের শীর্ষে ন্যাশনাল হাউজিং

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৬ দশমিক ৭৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৬৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৬৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, “রিলায়েন্স ওয়ান” মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।