লেনদেনের প্রথম দিন থেকে লক-ই গণনা

পুঁজিবাজারে লেনদেনের দিন থেকে লক-ইন(বিক্রয়যোগ্য) গণনা শুরু হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বুধবার বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগে প্রতিষ্ঠানের প্রস্পেক্টাস ইস্যুর দিন থেকে লক-ইন গণনা করা হতো। এখন লেনদেন শুরু দিন থেকে লক-ইন গনণা হবে বলে জানানো হয়েছে। তবে লক-ইন এর মেয়াদ আগের মতো উদ্যোক্তা/পরিচালকদের ও ১০ শতাংশ বা এর বেশি শেয়ারধারীদের জন্য ৩ বছর ও বাকিদের জন্য ১ বছর প্রযোজ্য।

উল্লেখ্য,নতুন লেনদেন শুরু হওয়া ভিএফএস থ্রেড ডাইং, এম.এল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা, সিলভা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, এস.এস স্টিল ও জেনেক্স ইনফোসিস এই তালিকায় পড়েছে।