লেনদেনের শীর্ষে অ্যাক্টিভ ফাইন

ছবি : ইন্টারনেট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। কোম্পানির ৮৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৬ হাজার ৪৪১ বারে এক কোটি ৮২ লাখ ৭১ হাজার ৬২২টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। কোম্পানির ৮০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ৬ হাজার ৭১৮ বারে ৫৯ লাখ ৪২ হাজার ২৫২টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানির ৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, সিঙ্গারবিডি, শাশা ডেনিমস, আমান ফিড, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।