লেনদেনে বেড়েছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ওঠানামায় লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আজ উভয় পুঁজিবাজারেই উর্ধমূখী প্রবনতা নিয়েই লেনদেনে শেষ হয়। দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারায়। ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান। আজ মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি টাকা ৬০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৩৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৭ টির দর কমেছে ১২০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭২৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৬৭ টির দর বাড়ে ৯৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮ টির দর।

 

আজকের বাজার/মিথিলা