শপথ নিয়েছেন নির্বাচিত নতুন সংসদ সদস্যরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর শপথ গ্রহন করেন।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন নিজে শপথ নেন। এরপর তিনি অন্য সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অবশ্য বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য শপথ নেননি।

বুধবারই এ বিষয়ে প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করার পরই বুধবার নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়ে দেয়া হয়।