শহিদুলকে ডিভিশন দেয়ার আদেশ স্থগিতের আবেদন খারিজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের এ আদেশের ফলে শহিদুল আলমের ডিভিশন সুবিধা পেতে আর কোনো বাধা রইলো না।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সারাহ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি ড. শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে লিভ টু আপিল করতে বলেন।

গত ৫ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ৬ আগস্ট তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। এই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নেয়া হয়।

পুলিশের দাবি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় শহিদুল ফেসবুকে গুজব ছড়িয়েছেন।

আজকের বাজার/এমএইচ