‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দেই না’

ছবি : ইন্টারনেট

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দিচ্ছিনা । কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটিই করে থাকে। 

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

ঢাকায় বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাঁধা দেওয়ার বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দুর্ভোগ থেকে ওই এলাকাকে রক্ষা করা প্রয়োজন ছিল।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, চট্টগ্রাম রেঞ্চের ডিএইজি ড. মনিরুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, কুমিল্লা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন উপস্থিত ছিলেন।

আরএম/