শিক্ষকদের আমরণ অনশনের আজ ৫ম দিন, অসুস্থ ১৭৩ জন

বাদপড়া ৪ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ম দিনের মত আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত ৩ জুলাই থেকে আমরণ অনশন শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গত ২২ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও গত ৫ দিন ধরে আমরণ অনশনে ১৭৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়ে।

বিক্ষোভকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এএসএম জাফর ইকবাল দাবি করেন যে, সরকারি হয়নি এমন চার হাজার ১৫৯টি স্কুল রয়েছে। মাঠ পর্যায় থেকে প্রকৃত তথ্য না দেয়ায় এসব স্কুল সরকারি হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ড. জাকির হোসেন ২৪ জুন আমাদের দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানান এএসএম জাফর ইকবাল।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ, সমিতির মহাসচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: জাফর ইকবাল, শিক্ষকনেতা হারুন অর রশিদ, মিজানুর রহমান, বদরুল আমিন সরকার ফরহাদ, ফিরোজ উদ্দিন, আশরাফুল আলম, শাহনাজ পারভীন প্রমুখ।

আজকের বাজার/লুৎফর