শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে ধর্মঘট

dav

রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এই ধর্মঘটে সমর্থন দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও।

পূর্ব ঘোষণা অনুযায়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে রোববার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ইমরান খানসহ অন্যান্য নেতাকর্মীরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে স্লোগান দেয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, নিরাপদ সড়কের দাবি আমাদের সকলের ন্যায্য দাবি, আমি আপনারা সবাই এই দাবির বাইরে কেউ নয়। নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন পালন করছেন এতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে। আপনাদের সব ধরনের যৌক্তিক আন্দোলনে শাবি ছাত্রলীগ সব-সময় পাশে আছে। এসময় তিনি ধানমন্ডির ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

এদিকে শিক্ষার্থীদের ধর্মঘটের কারণে প্রধান ফটকের সামনে অবস্থান করলেও সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ফটকের ভেতর কিলোরোডের মুখে অবস্থান করে প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভেতর সকল প্রকার যানবাহন চলাচল ব্যাহত হয়।

অপরদিকে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ডিপার্টমেন্টের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়। তবে এ ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে কোনোরকম স্থবিরতা লক্ষ্য করা যায়নি।

আজকের বাজার/এমএইচ