শিশুদের ঘাড়ে বইয়ের বোঝা, অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী

শিশুদের ঘাড়ে বইয়ের অতিরিক্ত বোঝার জন্য অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের ওজন সর্বসাকুল্যে এক কেজির বেশি না। কিন্তু কেউ যদি এই বইয়ের সঙ্গে ১০ কেজি ওজনের ব্যাগ, পাঁচ কেজি ওজনের নাস্তা, এক কেজি ওজনের পানি কিনে দেয়, তাইলে আমাদের তো কিছু করার থাকে না।’

১২ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। পাঠ্যপুস্তক পরিমার্জন টিমের নবম-দশম শ্রেণির বিজ্ঞানের ছয়টি বইয়ের পরিমার্জিত সংস্করণ হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তবে এটা ঠিক ক্লাস সিক্সে উঠে একসঙ্গে অনেকগুলো বই বেড়ে যায়। এ বিষয়ে আমরা সবাই একমত। এর কারণও আছে। জ্ঞান বেড়ে যায়। বইও বেড়ে যায়। পড়ার পরিধিও বাড়ে। এসব কারণে বইও বাড়ে। তবে আস্তে আস্তে উপরে উঠলে হয়তো বই কমে যাবে। কিন্তু পড়ার পরিধি বাড়বে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের চমৎকার বই দিতে চাই। সেই লক্ষ্যে মাধ্যমিকের ১২টি বই পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা পাঁচটি বই চমৎকার পরিমার্জিতভাবে পেয়েছি। আজকে পেলাম ছয়টি বই। আর একটি বই বাকি। সেটিও খুব শিগগিরই পেয়ে যাবো। আশা করছি আগামী ১ জানুয়ারিতে সব শিক্ষার্থী পরিমার্জিত বই পাবে।’

সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব রুহী রহমাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার : এলকে/এলকে ১২ সেপ্টেম্বর ২০১৭