শুক্রবার প্রাণ হারানো ১২ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা দেবে জাতিসংঘ

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ১২ জন বাংলাদেশি শান্তিরক্ষকারীকে সম্মাননা জানাবে জাতিসংঘ। আগামী শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালনকালে এ সম্মাননা জানানো হবে বলে এক বিবিৃতিতে জানানো হয়েছে।

জাতিসংঘ প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো শান্তিরক্ষাকারীদের স্মরণে এদিন পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসিচব অ্যান্তোনিও গুতেরেস। খবর ইউএনবি।

সম্প্রতি এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এদিন (শুক্রবার) ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো ১১৯ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষাকারীদের মরণোত্তর দ্যাগ হ্যামারশেল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশি শান্তিরক্ষাকারীরাও ওই সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন।

১২ জন বাংলাদেশির মধ্যে রয়েছেন- এসএনকে অর্জন হাওলাদার, এসএনকে মো. রিপুল মিয়া, এসএনকে মোহাম্মাদ জামাল উদ্দিন, ডব্লিউও মোহাম্মাদ আবুল কালাম আজাদ, এসএনকে মোহাম্মাদ রায়হান আলী, এলসিপিএল মোহাম্মাদ আক্তার হোসেন, এসএনকে মোহাম্মাদ রাশেদুজ্জামান, এসএনকে মো. জানে আলম, এসএনকে মো. মতিয়ার রহমান, এসএনকে মো. মঞ্জুর আলী, এলসিপিএল মো. মিজানুর রহমান এবং এলসিডিআর মো. আশরাফ সিদ্দিকী।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মী পাঠানোয় অবদান রাখায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর ৬ হাজার ৬০০ জন সদস্য বর্তমানে ৯টি মিশনে- আ্যাবেই, সিএআর, ডিআর কঙ্গে, হাইতি, লেবানন, মালি, সুদান, দক্ষিণ সুদান এবং পশ্চিম সাহারায় শান্তিরক্ষাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজকের বাজার/এমএইচ