শুল্ক বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি চীনের প্রত্যাখান

চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে চীন। দেশটি যুক্তরাষ্ট্রের হুমকিকে ব্লাকমেইল হিসেবে অভিহিত করেছে। খবর ইউএনবি।

আগামী শুক্রবার থেকে ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ হারে চীনের পণ্যের উপর আরও ৩৪ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করতে যাচ্ছে।

এদিকে আমেরিকার পণ্যের উপরও উল্টো শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণাণালয়ের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন ঠিক কি ব্যবস্থা নেয়, এটা দেখে চীনও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

মুখাপত্র গাও ফেং এক সংবাদ সম্মেলনে বলেন, চীন কারো ভয়, হুমকি ও ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের জন্য এই ব্যবস্থা হতাশ করবে।

চীন কখনোই প্রথমে ব্যবস্থা নেবে না জানিয়ে গাও বলেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক বৃদ্ধি সংক্রান্ত কোনো ব্যবস্থা নেয়, জাতির স্বার্থে জনগণের স্বার্থে চীন তা প্রতিরোধ করবে।

আজকের বাজার/এমএইচ