শেরপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

শেরপুরের বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৪ জন মারা গেছেন। সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় পৃথক ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার হালগড়াচর গ্রামের আবু শেখের ছেলে কৃষক আব্দুর রহিম (৫০), নকলা উপজেলার মুচারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে দিনমজুর শহীদুল ইসলাম (৩২), শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে কৃষক কুব্বাত আলী (৬০) ও নালিতাবাড়ী উপজেলার পাগারিয়া মির্জাবাজার এলাকার হাফেজ সোহেল মিয়ার মেয়ে স্কুলছাত্রী শারমিন আক্তার (১৫)।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সদর উপজেলার হালগড়াচর গ্রামের কৃষক আব্দুর রহিম ক্ষেতে ধান কাটছিলেন। ওইসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রায় একই সময়ে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের বাসিন্দা কুব্বাত আলী ক্ষেতে ধান কাটছিলেন। ওই সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মুচারচর গ্রামে দিনমজুর শহীদুল ইসলাম ক্ষেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন। ওইসময় আরও এক দিনমজুর আহত হন। এছাড়া নালিতাবাড়ীর নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর-মির্জাবাজার সড়ক এলাকায় বজ্রপাতে নিহত হয়।

আজকের বাজার/একেএ