শেষ হলো বিআইএফসির ২১তম এজিএম

সাফল্যের সাথে শেষ হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) বার্ষিক সাধারণ সভা,এজিএম।

২০ সেপ্টেম্বর সকালে রাজধানীর রমনায় ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন হলে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকৃবন্দ ও শেয়ারহোল্ডারগণ। এতে চেয়ারম্যান রহুল আমিন নির্ধারিত সময় কোম্পানীর সাফল্যের পেছনে পরিচালনা বোর্ডের সদস্য ও শেয়ারহোল্ডারদের আন্তরিকতার উল্লেখ করে মেধা,ধের্য্য,কর্ম দক্ষতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। শেয়ারহোল্ডারদের আগামীতেও চলমান সহযোগিতা অব্যাহত রাখার আহবানও জানান রহুল আমিন।

কোম্পানীর সাফল্যে সর্বাধিক পরিমাণ শেয়ারহোল্ডাররা অনুষ্ঠানে অংশ নেন। এতে তারা আলোচনায় অংশ নিয়ে প্রতিষ্ঠানের ভাল অর্জনে প্রশংসা করে আগামী দিনের লক্ষ্য নির্ধারণে নানা পরমার্শ দেন।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে কোম্পানিটি এবং সর্বশেষ ২০১৩ সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল তারা।

আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭