শেষ হলো বিনিয়োগকারী সপ্তাহ

পর্দা নামলো ২০১৮ সালের বিশ্ব বি‌নি‌য়োগকারী সপ্তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাও বাংলা‌দেশ সি‌কিউ‌রিটিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশ‌নের (বিএসই‌সি) হ‌লরুমে এক অনু‌ষ্ঠানের মধ্য দিয়ে তা শেষ হ‌য়ে‌ছে। সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএসই‌সির চেয়ারম্যান ড. এম খায়রুল হো‌সেন। এসময় বিএসইসির শীর্ষ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

ড. এম খায়রুল হো‌সেন ব‌লেন, বি‌নি‌য়োগ শিক্ষা শুধু এক‌টি সপ্তাহের বা বছ‌রের জন্য নয়,সব সময় তা চল‌বে।

পুজিবাজার‌কে এগি‌য়ে নেওয়া সম্ভব বি‌নি‌য়োগ শিক্ষার মাধ্যমে। এশিক্ষা ছাড়া কোনো ভাবে বাজারের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, ২০১০ সা‌লের ধ্বসের প‌রে বাজা‌রে যারা এ‌সে‌ছে,আমরা চে‌য়ে‌ছি তা‌দের স্ব‌স্তি দি‌তে। ই‌ন্ডিয়া, শ্রীলঙ্কা আমাদের চে‌য়ে এ‌গি‌য়ে আ‌ছে। ত‌বে আমা‌দের সংখ্যা কম হ‌লেও যেভা‌বে আমরা কাজ কর‌ছি তা‌তে শিগ‌গিরই আমরা এক‌টি শ‌ক্তিশালী পুঁ‌জিবাজার গড়‌তে পার‌বো।

এসময় তিনি ‌বিশ্ব বি‌নি‌য়োগকারী সপ্তাহ উদযাপ‌নে যারা সহযোগিতা করেছে সকল‌কে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ বিশ্ব বি‌নি‌য়োগকারী সপ্তাহের সমা‌প্তি ঘোষণা ক‌রেন।