শ্রীলংকায় ভারী বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু

শ্রীলংকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ডিএমসি) একথা জানিয়েছে।

ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, দক্ষিণাঞ্চলের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার থেকে এ পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। তারমধ্যে পাঁচ হাজারেরও বেশি পারবারকে ২১টি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় কালুতারা জেলায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। কোদিপ্পিলি বলেন, সেনা বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু করেছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দু’দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ