সংঘর্ষে রক্তাক্ত দিল্লি, শান্তির আহ্বান মোদির

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী আগ্রাসনে ইতোমধ্যেই ২৬ জনের মৃত্যু হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি মসজিদে। প্রকাশিত ভিডিও থেকে দেখা গেছে দিল্লির কয়েকটি মসজিদে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং হনুমান দলের পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে শান্তি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দিল্লিবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টানা চতুর্থ দিন চলা সহিংসতার মধ্যে বুধবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে এক টুইট বার্তায় এ আহ্বান জানান মোদি।

টুইটে তিনি বলেন, ‘দিল্লির বিভিন্ন অংশের বর্তমান পরিস্থিতি বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে। শান্তি এবং স্বাভাবিক অবস্থা নিশ্চিত করতে পুলিশ এবং অন্যান্য সংস্থা মাঠে কাজ করে যাচ্ছে।’

অপর এক টুইটে তিনি বলেন, ‘আমাদের নীতির কেন্দ্রবিন্দু হলো শান্তি এবং ঐক্য। সব সময় শান্তি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আমার দিল্লির ভাইবোনদের প্রতি আবেদন করছি আমি।’

এদিকে, প্রায় দেড় দশকের মধ্যে নজিরবিহীন এই সাম্প্রদায়িক সহিংসতার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

তিনি বলেন, ‘গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কী করছিলেন তিনি? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেও কেন আগে থেকে আধাসেনা ডাকা হলো না?’

দিল্লির সংঘর্ষের জন্য বিজেপিকে দায়ী করে কংগ্রেস সভানেত্রী বলেন, ‘এই সংঘর্ষের পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। দিল্লির ভোটের সময় দেশবাসী সেটা দেখেছে।’

আজকের বাজার/এমএইচ