সংসদের ২০তম অধিবেশন বসবে ৮ এপ্রিল

আগামী ৮ এপ্রিল বসবে চলতি দশম সংসদের ২০তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার, ২১ মার্চ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। শীতকালীন ওই অধিবেশন চলেছিল ৩৫ কার্যদিবস। সাধারণত শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন ছাড়া অন্য অধিবেশনগুলো খুব বেশি দীর্ঘ হয় না।

অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে তা ঠিক করা হবে।

আরএম/