সন্ধানী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) এক কোটি ৯৮ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৪ কোটি ২ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২৫ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮৬৩ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৭  কোটি ৭৪ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৪ কোটি ২ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ২ কোটি ৫৩ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল ৮৬৩ কোটি ২৬ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৯ কোটি ৭২ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৮৪২ কোটি ৪ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ২ কোটি ২৮ লাখ টাকা ও ৮৬৩ কোটি ১ লাখ টাকা।