সুদানে নৌকা ডুবে ২৪ শিশুর মৃত্যু

সুদানের উত্তরাঞ্চলে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে একটি স্কুলের ২৪ শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ আগষ্ট) সুদানের নীল নদের পাশে প্লাবিত এলাকা এই দুর্ঘটনা ঘটে।

কানবা হাই স্কুলের প্রধান শিক্ষক আবিল খায়ের আদম ইউনিস জানান, ছাত্ররা সাধারণত পায়ে হেঁটে স্কুলে আসে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকা প্লাবিত হওয়ায় গত এক সপ্তাহ ধরে তারা নৌকায় করে স্কুলে যাতায়াত করতে হচ্ছে।

শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি বন্যাকবলিত এলাকা পাড়ি দেয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে। এ সময় ইঞ্জিন বিকল হয়ে পড়লে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪০ জনের বেশি যাত্রী ছিল। যাদের বেশিরভাগই বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের সবার বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

ডুবে যাওয়া শিশুদের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান চলছে।

আজকের বাজারা/এমএ্ইচ