সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইতে সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৮;শ কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৭ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ০৫৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮০৯ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ৮৯৩ টাকা বা ২৩.৫৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৯৫২ টাকার।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৭৪ পয়েন্ট বা ১.১২ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৯৩ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৬ ও ১৯১৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।