সরকারি কার্যক্রম বন্ধ হওয়া এড়াতে মার্কিন সিনেটে বিল অনুমোদন

মার্কিন সিনেট বুধবার রাতে স্বল্প মেয়াদি একটি জরুরি ব্যয় বিল অনুমোদন দিয়েছে। সরকারি কার্যক্রম বন্ধ হওয়া এড়াতেই বিলটি পাস করা হলো। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অর্থের বিষয়টি বাদ দেয়া হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা মিচ ম্যাককোনেল জানান, সিনেটের এমন পদক্ষেপে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের স্বাভাবিক কার্যক্রম চালাতে তহবিল সংকটের মুখে পড়তে হবে না।

বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাস হতে হবে এবং শুক্রবার মধ্যরাতের আগেই এ বিলে ট্রাম্পকে স্বাক্ষর করতে হবে। আর এ সময়ের মধ্যে বিলটি স্বাক্ষর না হলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার তহবিল বরাদ্দের মেয়াদ শেষ হয়ে যাবে। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ