‘সরকারের লক্ষ্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে সরকারের লক্ষ্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন।
তিনি বলেন, ‘বিশেষ পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদনের মধ্যে দিয়ে জাতিকে মেধাসম্পন্ন করতে না পারলে সরকারের সুদুরপ্রসারী যে লক্ষ্য তা অর্জন করা সম্ভব হবে না।’
খাদ্যমন্ত্রী শুক্রবার রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন ও নবির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতোমধ্যে আমাদের এমডিজি অর্জিত হয়েছে। এখন এসডিজি অর্জনের পথে হাঁটছি। আমরা উন্নয়নশীল দেশে পা দিয়েছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছেন।
তিনি বলেন, এই অর্জন ধরে রেখে একটি উন্নত দেশ গঠনে সরকারের স্থায়িত্ব অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেই তাগিদ থেকে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে পুনরায় আওয়ামী লীগকে জয়যুক্ত করেছেন।