সাংবাদিক সুমনের ওপর হামলায় গ্রেপ্তার ৪

সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। ওই চারজন সরাসরি হামলায় জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, গ্রেপ্তারের বিষয়টি আমিও শুনেছি। তাদের থানায় হস্তান্তর করা হবে। এরপর ভুক্তভোগী সাংবাদিক সুমনের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত চারজন হলো- মো. আলাউদ্দিন, মাসুদ মিয়া, রাসেল হোসেন ও অপু মিয়া। অপু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের সৎ বোনের স্বামী। চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে উল্লিখিত চারজন। সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন মোস্তাফিজুর রহমান সুমন।

আজকের বাজার/এমএইচ