সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এটি ছিল দুই দশকের মধ্যে সেখানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে একটি সামরিক স্থাপনার ‘অনেক ক্ষতি’ হলেও জনবিরল এ অঞ্চলের কয়েকজন সামান্য আহত হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ১০ টা ৩৩ মিনিটে যুক্তরাষ্ট্রের ছোট শহর রিজক্রেস্ট থেকে ১০ কিলোমিটার দূরে মোজাভ ডেজার্টে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সেখানে আরো কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়।
লস অ্যাঞ্জেলস থেকে ১৬০ মাইল দূরে এবং এমনকি লাসভেগাসেও এই ভূমিকম্প অনুভূত হয়। আর এই ভূমিকম্প এমন এক সময় আঘাত হানলো যখন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের ছুটি উদযাপন করছে। ৪ জুলাই হচ্ছে দেশটির স্বাধীনতা দিবস।