সাকিব-শিশিরের জন্য নিজ হাতে রান্না করলেন প্রধানমন্ত্রী

খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ বরাবরই একটু বেশি। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার সখ্যতা সবসময়ই আলোচিত। ক্রিকেট দলের একজন বড় ভক্তও বঙ্গবন্ধু কন্যা। তিনি নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন। সময় পেলে খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে। ক্রিকেটারদেরও খুব স্নেহ করেন তিনি।

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। হাসিমুখে সবার সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বসেরা সাকিব আল হাসানও বহুবার সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এবার সাকিবের পরিবারের জন্য নিজ হাতে রান্না করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রবিবার, ২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিষয়টি প্রকাশ করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ফেসবুকের সেই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।

গতকাল (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্নী উম্মে শিশির। তার মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবারের ছবি পোস্ট করে ফেসবুকে সাকিবপত্নী লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন তখন এর চেয়ে আর বেশি ধন্য হওয়া সম্ভব নয়। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কি কি? আর তিনি বলেছেন তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেন এখন চাঁদের উপর ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার এত যত্ন আর ভালোবাসা পূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।

আজকের বাজার/আরিফ