সাত শ’ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রস্তাবিত বন্ডটির নাম হবে দ্বিতীয় মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর। মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করছে ব্যাংকটি।

তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পরেই এই বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি।

আজকের বাজার: আরআর ৩০ নভেম্বর ২০১৭