সানলাইফ ইন্সুরেন্সের এজিএম ১৯ সেপ্টেম্বর

জীবন বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ হিসেবে ২ শতাংশ বোনাস শেয়ার সুপারিশ করেছে। ১৯ সেপ্টেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এজিএম ডেকেছে কোম্পানিটি।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট ৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা কমেছে, যা আগের বছর একই সময়ে ৪ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা বেড়েছিল। ৩০ জুন কোম্পানিটির নিট বীমা তহবিল দাঁড়ায় ২৯৯ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা।

সর্বশেষ ২০১৪ সালের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ডিএসইতে বৃহস্পতিবার সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা।

এক বছরে সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ দর ২৩ টাকা ৮০ পয়সা।

২০১৩ সালে শেয়ারবাজারে আসা সানলাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪১ দশমিক ৯৯, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৭ দশমিক ৫২ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ৩০ দশমিক ৪৯ শতাংশ শেয়ার।

জাকির/ আজকের বাজার