সাপ্তাহিক লুজারের শীর্ষে ন্যাশনাল পলিমার

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল পলিমার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৯ কোটি ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৯২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ১১.১৮ শতাংশ, বিবিএসের ১১.১১ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিট্যিালসেরে ১০.৮৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১০.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১০.২৯ শতংশ, শাহজিবাজার পাওয়ারের ১০. ৬ শতাংশ ও শাইনপুকুর সিরামিকসের ১০ শতাংশ দর কমেছে।