সাভারে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. রাজু (৩৫)। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার মালা গ্রামে।

শনিবার বিকেলে বনপুকুর মহল্লার আক্তার মিয়ার মালিকানাধীন (ক্যাঙ্গারু বিল্ডিং) ছয় তলা ভবনের ছাদে এই ঘটনা ঘটে।

নিহত রাজু তার স্ত্রীকে নিয়ে বনপুকুর মহল্লার সাইদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে রড মিস্ত্রির কাজ করতেন।

নিহত রাজুর সহকর্মী আলমগীর হোসেন জানান, আমরা প্রায় ২০ জন লোক বনপুকুর এলাকার আক্তারের বাড়ির ছয় তলার ছাদের রড বাঁধার কাজ করছিলাম। বিকেলে হঠাৎ ঝড় শুরু হলে আমরা সবাই নিচে নেমে আসি। এ সময় রাজুও আমাদের সঙ্গে নেমে আসেন। কিন্তু তিনি বৃষ্টির মধ্যে ছাদের উপর থেকে একটি যন্ত্র আনতে গেলে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাভার সুপার ক্লিনিকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে নিহত রাজুর মরদেহটি গাড়ি ভাড়া করে দ্রুত তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তার সহকর্মীরা। এই বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, বজ্রপাতে নিহতের কোনো খবর আমরা পাইনি। বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাজার/একেএ