সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে প্রাইভেট কার চাপায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে তুরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ছানোয়ার হোসেন (২৮)। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহীর তানোর থানার কান্নাপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। অন্যজন মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ওয়াজনগর গ্রামের শামসুল আলম সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান বাবু (২৭)। তিনি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, ছানোয়ার হোসেন ও মেহেদী হাসান মোটরসাইকেলে রাতে হেমায়েতপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মিরপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আজকের বাজার/একেএ