সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সাভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সকালে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শামস স্টাইলিংস ওয়্যারলস গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভে নামেন।

শ্রমিকরা জানান, বেতন বৈষম্য দূর করার দাবিতে কারখানার প্রায় আট হাজার শ্রমিক সকালে নিজ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ওই পোশাক কারখানার অন্তত ১৫ শ্রমিক আহত হন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ঘটনাস্থলে সাভার থানা পুলিশ ও শিল্প পুলিশ সতর্ক অবস্থানে আছে।

শিল্প পুলিশ সাত রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি আউয়াল।

অপরদিকে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ী এলাকায় তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় সংঘর্ষে পাঁচ পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

পুলিশ জানায়, ইস্টওয়েস্ট গার্মেন্টসের শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে মহাসড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এসময় পাশের আরও দুই কারখানার শ্রমিকরাও একই দাবিতে বিক্ষোভ করেন।

এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বভাবিক হয়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ