সারাদেশে ১০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে

সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭৩ জন রাজধানীতে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১ হাজার ২৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮৮৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২২৩টি ঘটনা পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

আজকের বাজার/এমএইচ