সিউলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত উত্তর কোরিয়া

FILE PHOTO: Park Sang-hak, a North Korean defector and leader of an anti-North Korea civic group, speaks as he prepares to release balloons containing leaflets denouncing North Korean leader Kim Jong Un, near the demilitarized zone in Paju, South Korea, May 5, 2018. REUTERS/Kim Hong-Ji

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উত্তর কোরীয় নেতার বোন সিউলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেয়ার কয়েকদিনের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
সীমান্তে অ্যাক্টিভিস্টদের পিয়ংইয়ংবিরোধী লিফলেট ছড়ানোকে কেন্দ্র করে জুনের প্রথম দিক থেকেই উত্তর কোরিয়া সিউলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে।
উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারীরা প্রায় নিয়মিতই সীমান্তে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ছড়িয়ে আসছে।
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সিউলের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে পিয়ংইয়ং সংকট তৈরির চেষ্টা করছে।
কোরিয়ান পিপলস আর্মির দ্য জেনারেল স্টাফ মঙ্গলবার বলছে, আন্ত:কোরীয় সম্পর্ক খারাপ হচ্ছে। তারা ‘সম্মুখ যুদ্ধক্ষেত্রকে দূর্গে পরিণত করার’ একটি কর্মপরিকল্পনা পর্যালোচনা করছেন।
এতে আন্তঃকোরীয় চুক্তি অনুযায়ী অসামরিকীকরণ এলাকায় সেনা সদস্যদের পুনরায় প্রবেশের কথা অর্ন্তভূক্ত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার খবরে বলা হয়েছে, এর অর্থ কড়া পাহারাধীন সীমান্তের কাছে পুনরায় গার্ড পোস্ট স্থাপন করা হচ্ছে। অথচ উত্তেজনা কমাতে ২০১৮ সালে তা বাতিলের বিষয়ে উভয় কোরিয়া সম্মত হয়েছিল।
এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার বামপন্থী প্রেসিডেন্ট মুন জায়ে ইন আলোচনার সুযোগ বন্ধ না করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
লিফলেট ছড়ানো নিয়ে উত্তর কোরিয়ার অভিযোগের প্রেক্ষিতে সিউলের পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয় পক্ষত্যাগকারী দু’টো গ্রুপের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের এবং অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে।