সিডনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। প্রধামন্ত্রীকে বহনকারী বিমানটি শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে পৌঁছালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে থাইল্যান্ডের ব্যাংককের যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা বিরতীর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সিডনির উদ্দেশ্যে রওনা হন।

ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন। ২৮ এপ্রিল পর্যন্ত এই সফরে তারা সিডনির হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

সফরের প্রথম দিন সকালেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট উয়েন লুয়ং বাংয়ের সঙ্গে সেখানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।

শুক্রবার সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।

নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সেখানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অব উইমেন’ এ পুরস্কার দিচ্ছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। বিকালে সিডনিতে অস্ট্রেলিয়ার সরকার প্রধানের বাসভবনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ওই বৈঠকে শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

শনিবার সন্ধ্যায় সিডনির সোফেটেল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার বিকালে তিনি দেশের উদ্দেশ্য রওনা হবেন।

২২তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আজকের বাজার/ এমএইচ